সঙ্গনিরোধকাল চলছে মেহজাবীন চৌধুরীর। নিজের ঘর থেকে ফোন করছেন পাশের ঘরে থাকা স্বজনকে। খাবার টেবিলের বদলে নিজ ঘরে বসে একা একা খেতে হচ্ছে তাঁকে। তারপর নিজ হাতে নিজের থালা ধুতে হচ্ছে। ঘরে থেকেও ঘরের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা ভীষণ কষ্টকর মনে হচ্ছে এই অভিনেত্রীর।৮ জুলাই উত্তরায় একটি শুটিং ইউনিটের দুজন সদস্যের করোনা শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় শুটিং। তারপর থেকে ওই ইউনিটের সবাই কোয়ারেন্টিনে।

কষ্টে আছেন মেহজাবীন
- Post published:July 19, 2020
- Post category:বিনোদন
- Post comments:0 Comments